"মাশকিন"
লিখেছেন লিখেছেন চাটগাইয়া নওজোয়ান ২১ মার্চ, ২০১৬, ০৩:০৫:৫১ রাত
এই আমাদের "মাশকিন" বাংলাদেশ ক্রিকেটের এক চিরচেনা প্রতিচ্ছবি এই উদযাপন স্টাইলই ক্রিকেট বাংলাদেশকে নতুন পরিচিতি দিয়েছে... আমরা আদর করে এই স্টাইলের নাম দিয়েছি মাশরাফি + তাসকিন= "মাশকিন" আইসিসি তথা ক্রিকেট মোড়লদের বোধহয় আমাদের এই উদযাপন ভাল লাগেনি, অথবা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটে পরাশক্তি হবার ব্যাপারটি মেনে নিতে পারেনি... তাদের ভাষায় বাংলাদেশীরা কেন ক্রিকেটে পরাশক্তি হবে ? অথবা বাংলাদেশীরা কেন বারবার "মাশকিন" উদযাপন করবে ? আইসিসি ও ক্রিকেট মোড়লের ভাষ্য অনুযায়ী "মাশকিন" শব্দটি আইসিসি তথা ক্রিকেট মোড়লদের পছন্দ নয়.. তাদের ভাষায় আমরা ছোট্ট দেশের দূর্বল ক্রিকেটার তাই "মাশকিন" নয় আমাদের উপাধি হওয়া উচিৎ "মিসকিন" বাংলাদেশের ১৬ কোটি ক্রিকেট ভক্তের ন্যায় আমার মনও আজ ভারাক্রান্ত... তাই সবার একটাই কামনা হোক বিশ্ব ফুটবল সংস্থা ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার যেভাবে অপমানিত হয়ে বিদায় নিয়েছেন আইসিসি এবং ক্রিকেট মোড়লরাও যেন সেভাবে অতি দ্রুত "মিসকিনে" পরিনত হয়... শাবাস "মাশকিন" গর্জে উঠো বাংলাদেশ....
বিষয়: বিবিধ
১০৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন